বাগাতিপাড়ায় রেলে ভাঙ্গন: বস্তা গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় রেলের হেড ভেঙ্গে যাওয়ায় বস্তা গোজা দিয়ে ধীর গতিতে চলাচল করছে ট্রেন। সোমবার বিকালে বাগাতিপাড়া সদর ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ইয়াছিনপুর স্টেশন থেকে ২৫০ মিটার দক্ষিনে লাইনের একটি রেলের সামান্য অংশ ভেঙে গেছে। স্থানীয় একজন দেখতে পেয়ে ওই এলাকার গেটম্যানদের খবর দিলে তাঁরা দেখে নাটোর সদর স্টেশনে খবর দেয়। পরে সেখান থেকে মিস্ত্রি এসে বস্তার গোঁজা দিয়ে সাময়িক ভাবে ট্রেন চলাচলের ব্যবস্থা নেয়। এখন ওই স্থানে ধীরগতিতি ট্রেন পারাপার করা হচ্ছে।
স্থানীয় গেটম্যান কামরুল হাসান বলেন, খবর পেয়ে তা দেখে নাটোর সদরের রেল স্টেশনে জানানো হয়। এরমধ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসলে সেটাকে প্রায় এক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। পরে নাটোর থেকে মিস্ত্রি এসে বস্তার গোঁজা দিয়ে ধীরগতিতে সেই ট্রেন পার করা হয়। এরপর সন্ধ্যা পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেস এবং বাংলাবান্ধা ট্রেন ধীরগতিতে পার করা হয়েছে।
নাটোর স্টেশন থেকে আসা কি ম্যান আব্দুর রাজ্জাক বলেন, আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। শান্তাহার থেকে মিস্ত্রি এসে সেটা স্থায়ীভাবে ঠিক করা হবে।
শান্তাহার রেল জংশনের সিনিয়র উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, খবর পাওয়ার পরে টিম পাঠানো হয়েছে। অল্প সময়ের মধ্যে ঠিক করে দেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য