logo
news image

নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন আব্দুল কুদ্দুস


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী।
শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ওই দিন বিকালে দয়ারামপুর কলেজ মাঠে বিপুল সংখ্যক মানুষকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এবং সেখান থেকে মোটরসাইকেল ও পিকাপ (ট্রাক) গাড়ির এক বিরাট শোভাযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর উপজেলার ত্রিমোহনী মোড়ে এক পথসভা করেন।

সাম্প্রতিক মন্তব্য