logo
news image

বাগাতিপাড়ায় আবুল কালামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে নাটোরের বাগাতিপাড়ার তমালতলা এলাকায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকালে তমালতলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে তমালতলা মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু গোল চত্বরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এডভোকেট আবুল কালাম। এসময় আরও বক্তব্য দেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠু, জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমূখ। পরে তমালতলার দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে দোয়ার অনুষ্ঠান হয়। 

সাম্প্রতিক মন্তব্য