logo
news image

নৌকার মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেনের জনসংযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি 
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার  মনোনয়ন প্রত্যাশী বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন জনসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন। সোমবার বিকালে উপজেলার তমালতলা বাজারের দোকানী এবং আগত সাধারণ মানুষের মাঝে তিনি নৌকায় ভোট দেওয়ার ৫৩ টি যুক্তি ও তাঁর উন্নয়ন ভাবনা সম্বলিত ওই লিফলেট বিতরণ এবং দোয়া কামনা করেন।

পরে তিনি তমালতলা মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে তাঁর নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা জানিয়ে উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। সেজন্য উপজেলার একমাত্র প্রার্থী তিনিই উন্নয়ন ভাবনা জনগণের নিকট তুলে ধরছেন।
তাঁর স্মার্ট বাগাতিপাড়া ও লালপুর গড়ার লক্ষ্যে উন্নয়ন ভাবনার মধ্যে রয়েছে- 
‌* সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়া।
* মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভ স্থাপন ও যথাযথ সংরক্ষন।
* সকল যোগ্য নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থার মাধ্যমে বেকার সমস্যার সমাধানকরণ। 
* যাতায়াতের সুবিধার্থে বাগাতিপাড়া উপজেলায় অবস্থিত মালঞ্চি রেল-স্টেশন থেকে রাজশাহী গমনে বাইপাস রেল স্থাপনকরন ও সকল কাঁচা-পাকা রাস্তাঘাট উন্নয়নকরন। 

* কৃষি উৎপাদনে ও কৃষি যান্ত্রিকীকরনে সরকারি সুযোগ-সুবিধা সমূহ কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দেয়া। কাঁচামাল সংরক্ষনের লক্ষ্যে আমের বড় বাজার তমালতলা সহ একাধিক স্থানে হিমাগার স্থাপন। 
* সকল নদী ও জলাশয় প্রয়োজনীয় সংস্কার অন্তে নাব্যতা বৃদ্ধি সহ মৎস্য চাষ ও বৃক্ষরোপন।
* নির্বাচনী এলাকা বাগাতিপাড়া-লালপুরে চাহিদা মতো স্থানে নার্সিং কলেজ ও সাংস্কৃতিক কলেজ স্থাপন ও খেলার মাঠ তৈরিকরন ও বিনোদন পার্ক স্থাপন। 

* লালপুর উপজেলায় পদ্মার চর অঞ্চলে অর্থনৈতিক জোন বাস্তবায়ন। লালপুর উপজেলার ইশ্বরদী এয়ারপোর্ট সচল ও আধুনিকীকরন।
* লালপুর বাজার অঞ্চলে পৌরসভা স্থাপন। লালপুর উপজেলাকে দ্বি-খন্ডিত করে নতুন আরেকটি উপজেলা গঠন এবং যাহা "মমতাজ উদ্দীন উপজেলা" নামে নামকরন করা হবে।
* বাগাতিপাড়া উপজেলার পাঁকা ও জামনগর ইউনিয়নকে ভেঙ্গে আলাদা আলাদা ২টি নতুন ইউনিয়ন গঠন যা উন্নয়ন সহায়ক হবে। এছাড়াও বাগাতিপাড়া উপজেলার তমালতলা ও দয়ারামপুর বাজার এলাকায় দুইটি আলাদা পৌরসভা গঠন ।

* প্রাকৃতিক গ্যাসভিত্তিক ছোট ও মাঝারি শিল্প-স্থাপন এবং বাসাবাড়ীসহ নানাবিধ ব্যবহারে তমালতলা গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারকে কাজে লাগানো।
* বাগাতিপাড়া, লোকমানপুর নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা ফার্মের সরকারি অব্যবহৃত জমি কাজে লাগিয়ে একটি কৃষি বিশ্বাবদ্যালয় স্থাপন। 
* বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় সকল নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করনে সার্বিক সহায়তাকরন।

* বাগাতিপাড়ার তমালতলা বাজারস্থ সরকারি আমবাগান যাহা বর্তমানে ইক্ষু ক্রয় কেন্দ্র আছে সেখানে একটি মুক্ত মঞ্চ স্থাপন করা হবে যাহার নামকরণ হবে "মালঞ্চ মুক্তমঞ্চ” এবং কমিউনিটি সেন্টার ও শিশুদের বিনোদন পার্ক হিসেবেও কাজ করবে।
* তমালতলা মোড় বাজার তুলা অফিস সংলগ্ন স্থানে পতিত জমিতে সাধারণ শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষের জন্য “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ডিজিটাল লাইব্রেরি ও এডুকেশন সেন্টার" স্থাপন। 
* দয়ারামপুর ক্যান্টনমেন্ট এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন।

সাম্প্রতিক মন্তব্য