logo
news image

পারিবারিক কোলহে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পারিবারিক কোলহের জেরে সুস্মিতা রানী (১৯) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (১০ জুন ২০৩) সন্ধ্যা রাতে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সুস্মিতা রানী একই এলাকার বিশ্বনাথ নন্দীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুস্মিতা রানীর স্বামী সনাতন বিভিন্নভাবে মানসিক নির্যাতন করে আসছিলেন। যার ফলে গত ৪/৫ মাস যাবত স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন সুস্মিতা রানী। স্বামীর মানসিক নির্যাতনের জেরে শনিবার সন্ধ্যা রাতে বাবার শয়ন ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই নারী।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য