প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে মোজাফফর প্রামানিক (৭০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১১ জুন ২০২৩) সকাল পৌনে ১০টার দিকে উপজেরার নবীনগর গ্রামের ছেলে বুদু মন্ডলের বাড়িতে তিনি মারা যান।
নিহত মোজাফফর প্রামানিক উপজেলার উত্তর লালপুর গ্রামের বিদন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লালপুর (ছয় রাস্তার মোড়) গ্রামের বিদন মন্ডলের ছেলে মোজাফফর প্রামানিকের (৭০) বাড়ির সামনে গিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে মো. দীপু আলী (২৬) ও মো. পলাশ আলী (২৩) অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় মোজাফফর প্রামানানিক বাড়ি থেকে বের হয়ে তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে তারা পাশে পড়ে থাকা ইট ছোড়ে মারেন। এতে মোজাফফর প্রামানিকের কানের নিচে আঘাঘে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যান। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোজাফফর প্রামানিককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসা নিয়ে তার ছেলে বুদু মন্ডল নবীনগরের বাড়িতে ফিরে আসেন। রোববার সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত মোজাফফর প্রামানিকের বড় ছেলে মো. নিজাম আলী (৪৮) বাদি হয়ে একই গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে মো. দীপু আলী ও মো. পলাশ আলী নামে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। লালপুর থানা পুলিশ এজাহার নামীয় আসামি মো. দীপু আলীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মো. দীপু আলী বলেন, তাদের ছোড়া ইটের আঘাতে এভাবে মারা যাবেন সেটা ভাবতেই পারেননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার মূল আসামী মো. দীপু আলীকে আটক করে রোববার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য