logo
news image

বাগাতিপাড়ায় একুশে পদকপ্রাপ্ত মমতাজের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের  সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ মমতাজ উদ্দীনের ২০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

এ-উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়ার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।এসময় স্মৃতিচারণ করেন মমতাজ উদ্দীনের ছেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কছিম উদ্দিন, পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি নাসিম মাহমুদ এবং আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান মিলন।

উল্লেখ্য, মমতাজ উদ্দিন ১৯৮৬-১৯৮৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নাটোর-১ থেকে ৩য় জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

২০০৩ সালের ৬ জুন লালপুর উপজেলার গোপালপুর-আবদুলপুর সড়কের দারইপাড়া নামক স্থানে সশস্ত্র একটি দল মমতাজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে।

সর্বশেষ, মুক্তিযুদ্ধে অবদানের জন্য চলতি বছরের ২০ ফেব্রুয়ারী একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়েছে তাঁকে।

সাম্প্রতিক মন্তব্য