logo
news image

বাউয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাউয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ন্যাচার এন্ড এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে সিই বিভাগের সহযোগিতায় ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। এবং স্লোগান ছিল ‘সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল শাহীনুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে সকাল নয়টায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। দিবসটিকে স্মরণীয় করে রাখা এবং পরিবেশ সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক পিএসসি (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ।

প্রধান অতিথি বলেন, ‘সারা বিশ্বের মতো বাউয়েট ক্যাম্পাসে এ দিবসটি উদযাপন করা হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই প্লাস্টিকের ব্যবহার অত্যন্ত সীমিত করি কোন একটা সময়ে ব্যবহারটা একবারে বাদ দিতে পারি এবং পাশাপাশি বেশি করে গাছ লাগিয়ে দেশটাকে ভরে ফেলতে পারি।’

সাম্প্রতিক মন্তব্য