স্টেশনে ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনকৃত নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে নাটোরের লালপুরের আজিমনগর স্টেশনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ট্রেন অবরোধ, স্টেশনমাস্টারকে মারধর ও স্টেশনের টিকিট কাউন্টারের কাচ ও যন্ত্রপাতি ভাঙচুরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৫ জুন ২০২৩) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার আজিমনগর স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদি হয়ে এজাহার নামীয় ৪ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়িরর মৃত শফিউল আলমের ছেলে মো. নাদিম আলম (৩০), কালুপাড়ার মো. হযরত আলীর ছেলে আহমেদ রেদুয়ান (১৮), মধুবাড়ির বদরুদ্দোজা সরকারের ছেলে শরিফুল কবির সজিব (৩৪) ও গোপালপুর বাজারপাড়ার সরোয়ার হোসেনে ছেলে আব্দুল মমিন (১৯)।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় এজাহার নামীয় ৪ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃত ৪ জনকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বিক্ষোভকারীরা স্টেশন কাউন্টার ও যন্ত্রপাতি ভাংচুর, স্টেশন মাস্টারকে মারপিট করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে স্টেশনের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘আজিমনগর স্টেশন’ এরআগে ২০১৩, ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালে বন্ধ ঘোষণা করা হয়। রোববার (৪ জুন ২০২৩) ষষ্ঠ বারের মতো আবারও স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হলো। এই স্টেশন দিয়ে আন্তনগর, মেইল, লোকাল ও মালবাহী ৬০টি ট্রেন প্রতিদিন যাতায়াত করে। ট্রেনে প্রতিদিন দেড় হাজার যাত্রী যাতায়াত করেন।
সাম্প্রতিক মন্তব্য