logo
news image

শিশু ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শিশু ধর্ষণের মামলায় মো. রান্টু (৫৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (১৭ মে ২০২৩) বিকেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৮ আগস্ট সকালে উপজেলায় ১০ বছর বয়সী এক মেয়েশিশু নিজ ঘরে কাঁথা সেলাই করছিল। বাড়িতে অন্য কেউ না থাকায় রান্টু ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির মা বাইরে থেকে এসে ঘরে ঢুকে রান্টুকে ধরে ফেলেন। একপর্যায়ে রান্টু সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে লালপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত করে থানার উপপরিদর্শক জামাত আলী একই বছর ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। পাঁচ বছর পর ২০১৫ সালের ১৫ নভেম্বর বাদী আদালতে সাক্ষ্য দেন। পরের বছর সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশু ও এক প্রতিবেশী। ২০২২ সালের ৮ মে ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক শামীমা সুলতানা আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনিছুর রহমান বলেন, যুক্তিতর্ক শেষ হওয়ার পরদিনই অভিযুক্ত মো. রান্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা রায় ঘোষণা করেছেন আদালত।

সাম্প্রতিক মন্তব্য