logo
news image

বিপুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে ‘খ’ সার্কেলের  ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ হাজার ২০ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে মাদকের পরিদর্শক  আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেডিং পার্টি এ অভিযান পরিচালনা করেন।


পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, চাটমোহর এলাকার জাবরকোল নতুনপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এসময় একটি সিএনজিতে যাত্রী বেশে বসা আসামি রাশিদুল ইসলাম (২৭) এর নিকটে থাকা একটি সিনথেটিক প্লাস্টিক বস্তা তল্লাশি করে ২ হাজার ২০  এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। রাশিদুল ইসলাম চাটমোহরের রাজারদিয়ার গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। রাত আড়াইটার দিকে আসামী রাশিদুলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য