logo
news image

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঈশ্বরদীতে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনার কৃতিসন্তান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর নিজ জেলা পাবনায় আগমন উপলক্ষে ঈশ্বেরদীতে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগের ঈশ্বরদী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার আয়োজনে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বিশাল মিছিলটি শহর প্রদক্ষিণ করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার মো: আরমান বলেন, আমরা ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মী গর্বিত যে, পাবনা জেলা ছাত্রলীগের এক সময়ের নেতা আজ রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছেন।  পাবনা  জেলা আওয়ামী লীগের সদস্য সাকিবুর রহমান কনক শরীফের তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রলীগের নির্দেশনায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে ছাত্রলীগের উপজেলা, পৌর ও কলেজ শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহন করেন।

সাম্প্রতিক মন্তব্য