logo
news image

সড়ক পরিবহন আইনে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে হেলমেট ও গাড়ির কাগজ না থাকায় সড়ক পরিবহন আইনে চারজনকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে ২০২৩) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানার ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা সুলতানা বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লালপুর হলমোড় এলাকায় (লালপুর ফিলিং স্টেশনের সামনে) সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হেলমেট ও গাড়ির কাগজ না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় চারটি মামলায় সুমন, শফিকুল, ড্যানি ও ভাসা নামে চারজনকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যহত থাকবে।

সাম্প্রতিক মন্তব্য