logo
news image

মাদকের অভিযানে ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের অভিযানে ৯৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জামিরুল ইসলাম। ৩ মে দিবাগত রাতে মাদকের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে লালন শাহ সেতুর পূর্ব পাশে পাকশী গোলচত্বর এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালিত হয়।


পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা হতে কুষ্টিায়ার গাংনীগামী যাত্রীবাহী ‘ফাতেমা স্পেশাল বাংলা লাইন’ নামক বাসে অভিযান চালিয়ে জামিরুল ইসলামের কোলে রাখা কাপড়ের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ছোট ছোট এ্যামফিটামিন যুক্ত ১৯টি পোটলায় প্রতিটিতে ৫০টি করে মোট ৯৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়। পরে জামিরুলের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক মন্তব্য