এসএসসি পরীক্ষার্থীসহ বাবা-মা দুর্ঘটনায় আহত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ছেলেকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরিক্ষার্থীসহ বাবা-মা আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ মে ২০২৩) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস গ্যারেজ কলোনীর মো. আবু তাহের চৌধুরীর ছেলে আরিফুল ইসলাম (৬২), তাঁর স্ত্রী নার্গিস আক্তার (৫০) ও ছেলে আনিসুর রহমান (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের এসএসসি পরীক্ষা আনিসুর রহমান। মা-বাবা মোটরসাইকেলে করে ছেলেকে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন। এ সময় গোপালপুর-লালপুর সড়কের শিমলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে সকলেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সামান্য আঘাত প্রাপ্ত পরীক্ষার্থী আনিসুর রহমানকে স্থানীয়রা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য