logo
news image

পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর বিষ পানে আত্মহত্যার চেষ্টা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কলহের জের ধরে দুজনেই একসাথে তরল বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ মে ২০২৩) উপজেলার কদিমচিলান ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন রাজশাহীর রাজপাড়ার লক্ষ্মীপুর ভাটোপাড়ার মো. হযরত আলীর ছেলে রশিদুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মোছা. কলি (২৪)। তারা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদুল ইসলাম ও তার স্ত্রী মোছা. কলি উপজেলার কদিমচিলান ইউনিয়নের হাজিরহাটের মো. মকসেদ আলীর বাড়িতে ভাড়া থাকেন। মঙ্গলবার (২ মে ২০২৩) দুপুরে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কলহের জের ধরে দুজনেই একসাথে তরল বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন বুঝতে পেরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উভয়কেই হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, এখন তারা আশঙ্কামুক্ত। হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মন্তব্য