logo
news image

পিডিবি সংযোগেই থাকতে চায় ঈশ্বরদীর চার গ্রামবাসী

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামরাড়ীয়াসহ চার গ্রামের চলমান বিদ্যুৎ সংযোগ পিডিবি থেকে কর্তন করে পল্লী বিদ্যুতের নিজস্ব সংযোগে স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসীরা। এঘটনায় অনুষ্ঠিত এক জরুরী সভায় মিটার ভাড়া, ডিমান্ড চার্জসহ নানাবিধ বাড়তি বিলের তীব্র প্রতিবাদ জানানো হয়। সোমবার বিকালে সাঁড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


আলহাজ্ব আনোয়ার হোসেন সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। বিশেষ অতিথি ছিলেন আখলাকুর রহমান রিপন, সাজেদুল করিম সাধু, কলেজ অধ্য শাজাহান আলী।

সভায় বক্তারা পল্লী বিদ্যুতের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, আমরা পিডিবি সংযোগেই থাকতে চাই। পল্লী বিদ্যুতের মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বন্ধের দাবি জানিয়ে তারা বলে, আমার মিটার আমি চালাব, পল্লী বিদ্যুৎকে ভাড়া দেব কেন?

সভায় সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান স্বজন সরদার, যুবলীগ নেতা বিরহান সরদার, রকিবুল ইসলাম রকিব, লিটু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আরামবাড়ীয়া, আসনা, সেখেরচক ও গোপলপুর গ্রামের শত শত ভুক্তভোগী গ্রাহক সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দীর্ঘদিন ধরে পিডিবি সংযোগের মাধ্যমে সাঁড়া ইউনিয়নের চারটি গ্রামে বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। এখন তারা তাদের সংযোগ পিডিবি থেকে কর্তন করে শ্রীরামগাড়ী-বাইপাস-আঙ্গারীপাড়া হয়ে তাদের নিজস্ব সংযোগে পুনরায় স্থাপন করতে চায়। যা হাইকোর্টে রিটের কারণে বন্ধ ছিল। কিন্তু এলাকাবাসী পিডিবি সংযোগেই থাকতে চায়। উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ মে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হয়।

সাম্প্রতিক মন্তব্য