logo
news image

শাবির প্রথম নারী কোষাধ্যক্ষ আমিনা পারভীন

নিজস্ব প্রতিবেদক।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনা পারভীন।
রাববার (৩০ এপ্রিল ২০২৩) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৪ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। কোষাধ্যক্ষ হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৮৭ এর ধারা ১৪ উপধারা (৩)(৪)(৫)(৬) ও (৭) অনুসারে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, অধ্যাপক আমিনা পারভীন রোববার বিকেল ৩টায় শাবির প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। এখন থেকে তিনি এ দায়িত্ব পালন করে যাবেন।
অধ্যাপক আমিনা পারভীন বলেন, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এ পদে নিয়োগ দেওয়ায় রোববার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
গত ১২ মার্চ ২০২৩ শিক্ষার্থীদের ‘মাদার অব সোস্যাল ওয়ার্ক’ উপাধিতে ভূষিত এই শ্রদ্ধাভাজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নিয়োগ পান। এছাড়া তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি, একাধিকবার কার্যকরী সদস্য, হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টাসহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর এই বিভাগে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছর কর্মজীবনে সমাজকর্ম বিভাগ নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছেন। তিনি প্রাণপ্রিয় সমাজকর্ম বিভাগকে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনন্য মাত্রায় নিয়ে যেতে কাজ করছেন। সেশনজট, মাদকের ভয়াবহতা, র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের মানউন্নয়নে সচেষ্ট রয়েছেন।
অধ্যাপক আমিনা পারভীন পাবনার ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮-১৯৮৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও ২০০৭ সালে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে ইন্টারন্যাশনাল মাস্টার্স অব সাইন্স ইন সোশাল ওয়ার্ক (আইএমএসএসডব্লিও) এ ডিগ্রি সম্পন্ন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top