logo
news image

দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ব্যরিষ্টার জিরু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী ও আটঘোরিয়ার নিম্নআয়ের দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু। শুক্রবার (২১ এপ্রিল) সকালে আটঘোরিয়া উপজেলায়  এবং বিকেলে পৌর এলাকায় তিন সহস্রাধিক মানুষের মাঝে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।


আওয়ামী লীগ নেতা ব্যরিষ্টার জিরু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদের উপহার সামগ্রী নিয়ে এসেছি।  শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তার হাতে যতদিন ক্ষমতা থাকবে, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। দেশ ও দেশের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, তা অনন্য। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈশ্বরদী ও আটঘোরিয়ার সকল স্তরের জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আওয়ামীলীগ নেতা ব্যরিষ্টার জিরু আরও বলেন, ঈদ মানে খুশী, ঈদ মানে আনন্দ। ধনী গরীবের সকল ভেদাবেদ ও বৈষম্যকে ভুলে সকলকে এক কাতরে এসে দাঁড়াতে হবে। একটি সুন্দর আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসতে হবে।

ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের সহকারি অধ্যাপক সুব্রত বিশ্বাস, পৌরসভার কাউন্সিলর ফিরোজা বেগম, উপজেলা আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ কবির আলী হিরুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য