logo
news image

দেশ ও দেশের মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসা অনন্য

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।


শুক্রবার প্রত্যুষে শহরের আকবরের মোড়ে নিজ বাসভবনে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের সহযোগিতা বিতরণকালে এসব কথা বলেন। এমপি বলেন, শেখ হাসিনার মতো দূরদর্শী নেতৃত্বর কারণে বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সবসময় দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। করোনাকালেও সব বাধা অতিক্রম করে মানবতার সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। জননেত্রী অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের মানুষ বিভিন্ন ধরনের ভাতা, সহযোগিতা, সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। এবারের ঈদ-উল-ফিতরে শেখ হাসিনা অসহায় দুঃস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

এমপি বিশ্বাস অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদের নতুন কাপড় এবং খাদ্যসামগ্রী তুলে দেন। এরআগে ঈশ্বরদী ও আঘোরিয়ার দরিদ্রদের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাদের হাতে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস তুলে দেওয়া হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, যুবলীগ নেতা ও এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, কৃষকলীগ নেতা মুরাদ মালিথাসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য