logo
news image

বাগাতিপাড়ায় নতুন ওসির যোগদান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শফিউল আযম খাঁন । বুধবার সকালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

তিনি আগের ওসি সিরাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। 

এর আগে শফিউল আযম খাঁন পার্শ্ববর্তী উপজেলা বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগাদান করেন।

তার জন্মস্থান টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায়। তিনি ওই এলাকার মৃত জাহাঙ্গীর হোসেন খান ও মরিয়ম খাতুন দম্পতির প্রথম ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি  দুই ছেলে সন্তানের বাবা। 

নবাগত ওসি শফিউল আযম খঁন বলেন,  উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকবেন।  এ বিষয়ে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।

সাম্প্রতিক মন্তব্য