৭ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ এপ্রিল ২০২৩) দিনব্যাপী উপজেলার আড়বাব, লালপুর ও বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, র্যাব-৫, সিপিসি-২ নাটোরের সহায়তায় অভিযানে উপজেলার আড়বাব ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া বাজার এলাকার পুতুল বেকারী, লালপুর ইউনিয়নের চকজোতদৈবকীর জিহাদ দই ঘর, বিলমাড়িয়া ইউনিয়নের ঘোষ মিটান্ন ভান্ডারকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০ হাজার টাকা করে, আড়বাব বাজার এলাকায় শহিদুল গুড় ভান্ডারকে ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪০ হাজার টাকা, কেশববাড়িয়া বাজারে আনন্দ গুড় ভান্ডার ও সুশান্ত গুড় ভান্ডারকে ৪২ ধারায় ২৫ হাজার টাকা করে এবং বড়বাড়িয়া বাজারে জেএস ট্রেডার্সকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০ হাজার টাকাসহ মোট এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অবহ্যত থাকবে বলে জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য