ভুট্টার জমি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ভুট্টার জমি থেকে সুমন সরকার (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আড়বাব ইউনিয়নের হাসেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সুমন সরকার একই এলাকার সনত চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ব্যবসায় লোকসান আর পাওনাদারদের দেনা শোধ করতে না পারায় মানসিক দুশ্চিন্তায় ছিলেন। অনেকে পাওনা টাকার জন্য বাড়ি পর্যন্ত উপস্থিত হন। বৃহস্পতিবার সকালে সুমন বের হন। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় উপজেলার আড়বাব ইউনিয়নের হাসেমপুর গ্রামের ইউপি সদস্য বাবুল আক্তারের জমিতে সুমনের লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। গ্যাস ট্যাবলেট পাউডার খেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। শুক্রবার নিহতের লাশ ময়নাতনদের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য