logo
news image

রাবির নতুন ছাত্র-উপদেষ্টা সাউদ

নিজস্ব প্রতিবেদক, রাবি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সাউদকে ছাত্র-উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে।  
বিশ্ববিদ্যালয়ের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) অপরাহ্নে তিনি তাঁর দায়িত্বে যোগদান করে ছাত্র-উপদেষ্টা এম তারেক নূরের স্থলাভিষিক্ত হন।
ড. মো. জাহাঙ্গীর আলম সাউদ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। ইতিপূর্বে তিনি রাবির মতিহার হলের প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দায়িত্বে যোগদানের পর মন্তব্যে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এই নিয়োগ প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top