কৃষি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে কৃষি জমিতে পুকুর খনন ও মাটি বিক্রির দায়ে দুই জনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ এপ্রিল ২০২৩) বিকেলে উপজেলার চকনাজিরপুর ও দূর্গাপুর এলাকায় পৃথক অভিযানের এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত।
সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক জানান, রোববার পৃথক অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় শরিফুল ইসলামকে ৬০ হাজার ও হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য