বিএনপির অবস্থান কর্মসূচি
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদে এবং ১০দফা বাস্তবায়নের দাবিতে যুগোপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল ২০২৩) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বাড়ির সামনে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. ইয়াসিন আরশাদ রাজন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, গোপালপুর পৌর বিএনপি আহবায়ক মো. নজরুল ইসলাম মলাম, উপজেলা বিএনপি যুগ্মসাধারন সম্পাদক ও বিলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবীর সুইট, গোপালপুর পৌর ছাত্রদলের আহবায়ক মো. হাসান আলী, লালপুর, উপজেলা ছাত্রদলের সদস্য রুবেল হোসেনসহ অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৩০০ জন নেতাকর্মী।
লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সমাবেশের সভাপতি ইয়াসির আরশাদ রাজন বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের মত নির্বাচন লালপুর-বাগাতিপাড়ার মাঠে হতে দেওয়া যাবে না।
সাম্প্রতিক মন্তব্য