গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে তৃপ্তি খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ এপ্রিল ২০২৩) বিকেল ৩টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহা গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঋণে জর্জরিত হয়ে পড়েন শফিকুল ইসলাম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। যার জের ধরে শুক্রবার বিকালে স্বামীর ওপর অভিমান করে তৃপ্তি খাতুন নিজ ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন জানতে পেরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, গলায় রশিতে ঝুলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য