logo
news image

বাগাতিপাড়ায় গৃহহীনদের সাথে ইফতার করলেন ইউএনও-এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন গৃহ বরাদ্দ পাওয়া পরিবারের সদস্যরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়ে একসাথে ইফতার করে ঘর পাওয়াদের ইচ্ছা পুরণ করলেন বাগাতিপাড়ার ইউএনও-এসিল্যান্ড। 

বৃহস্পতিবার উপজেলার বেগুনিয়া আশ্রয়ন প্রকল্পের ৭৬ পরিবার নিজেদের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে বেগুনিয়া আশ্রয়ন কেন্দ্রে বিভিন্ন স্থান থেকে এসে একত্রে বসবাসের সুযোগ পেয়েছেন এক সময়ের গৃহহীন ৭৬ পরিবার। একসাথে বসবাসের সুবাদে ইতোমধ্যে তাদের নিজেদের মধ্যে গড়ে উঠেছে একতা। এই ঐক্যের জানান দিতে ওই কেন্দ্রে সম্মিলিতভাবে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়ার আয়োজন করেন। একই সাথে ইফতারের ব্যবস্থাও করেন তারা।

কিন্তু তাদের ইচ্ছে ছিল, ওই দোয়ার আয়োজনে তারা বাগাতিপাড়া উপজেলার ইউএনও নিলুফা সরকার ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজের উপস্থিতি চান। বিষয়টি উপজেলার শীর্ষ পর্যায়ের সরকারি এই দুই কর্মকর্তাকে জানালে তারাও তাতে সাড়া দেন এবং এই আয়োজনে তারা উভয়েই উপস্থিত হন। দুই কর্মকর্তার আগমনে তারা উচ্ছ্বসিত হয়ে পড়েন। পরে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

এর আগে ইউএনও নিলুফা সরকার তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় সেখানে আশ্রয়নের ঘর পেয়ে তারা ভাল আছেন দেখে খুশি হন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আয়োজন দেখে মুগ্ধ হন। সেসময় সেখানে তাদের সাথে সাংবাদিক মো. মঞ্জুরুল আলম মাসুম, ইউপি মেম্বর হেলাল উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ বিষয়ে ইউএনও নিলুফা সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের উপহারের ঘর পেয়ে খুশি হয়ে তারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ক্ষুদ্র পরিসরের হলেও সেই দোয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ায় এবং ঘর পাওয়াদের সাথে ইফতার করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

সাম্প্রতিক মন্তব্য