জমি সংক্রান্ত বিরোধে মারপিট
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে মো. ফরিদ উদ্দিন (৩৫) নামে একজনকে মারপিট করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ছয় মাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি উত্তর লালপুর গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ছয় মাথার মোড় এলাকায় উত্তর লালপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে রানা (২৪), রাব্বি (২১) ও জুয়েল (৩০) লালপুর ছয় মাথার মোড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. ফরিদ উদ্দিনকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, মাথায় আঘাতে পর্যাপ্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য