বাগাতিপাড়ায় দুই কোটি ৬৯ লাখ টাকার তিনটি রাস্তার উদ্বোধন করলেন এমপি বকুল
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার জামনগর ইউনিয়নের তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০১ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এসব রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
জানা যায়, ১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে জামনগর কলেজ হতে ঘোষপাড়া পর্যন্ত ১হাজার ৮শ মিটার, ৩৮ লক্ষ টাকা ব্যয়ে জামনগর গয়লার ঘোপ হতে সিদ্দিকের বাড়ি পর্যন্ত ৪শ ৭৫ মিটার এবং ৭৮ লক্ষ টাকা ব্যয়ে বাঁশবাড়ীয়া মুন্সিপাড়া হতে জাগীরপাড়া বাজার পর্যন্ত ১ হাজার ৫০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
রাস্তাগুলো বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা কার্যালয়। এসব রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, জামনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ আলী মাস্টার,উপজেলা তাঁতীলীগের সভাপতি শামসুজ্জামান মোহন প্রমূখ।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বকুল সারা দেশের ন্যায় বাগাতিপাড়ার উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। সেসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল করেছে এবং সামনে স্মার্ট দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
সাম্প্রতিক মন্তব্য