বাউয়েট ক্যাম্পাসে ‘রিসার্চ মেথডলজি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ইংরেজি বিভাগের উদ্যোগে “রিসার্চ মেথডলজি” শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।
গত শনিবার (২৭ মার্চ ২০২৩) তারিখে ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপে থিসিস-এর মৌলিক বিষয়, ডকুমেন্টেশন, রিসার্চ ফরম্যাট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
সেশনটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান। ওয়ার্কশপে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ও মাস্টার্স-এর শিক্ষার্থী এবং বিভাগের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।
সেশনের শেষ অংশে শিক্ষার্থীরা রিসার্চ নিয়ে তাদের দ্বিধা ও অস্পষ্টতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন, ফলে সেশনটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
সাম্প্রতিক মন্তব্য