logo
news image

খলিশাডাঙ্গা বাঁধ অপসারণ জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে খলিশাডাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি বাঁধ অপসারণ, চায়না দুয়ারি ও ফিক্সট ইঞ্জিন (মাছ ধরার স্থায়ী স্থাপনা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট ও অবৈধভাবে মৎস্য শিকারের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ মার্চ ২০২৩) সন্ধ্যায় উপজেলার পানঘাটা ও চকনাজিরপুরে খলিশাডাঙ্গা নদীতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত। 
জরিমানাকৃত ব্যক্তি চকনাজিরপুর গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামানিকের ছেলে আক্তার হোসেন (৫৫)।
ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, রোববার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের পানঘাটা ও চকনাজিরপুর এলাকায় খলিশাডাঙ্গা নদীতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর  আওতায় তিনটি বাঁধ অপসারণ, চায়না দুয়ারি ও ফিক্সট ইঞ্জিন (মাছ ধরার স্থায়ী স্থাপনা) জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় একজনকে অবৈধভাবে মৎস্য শিকারের দায়ে  দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা ও লালপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

সাম্প্রতিক মন্তব্য