বাগাতিপাড়ায় সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক:
‘এসো মিলি প্রানের টানে’ শ্লোগানে নতুন প্রজন্মের মাঝে খেলাধূলায় উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক খেলোয়াড়দের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপী বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৫৫ জন সাবেক খেলোয়াড় অংশ নেন।
মিলন মেলায় যোগ দিয়ে দীর্ঘদিন পর পুরোনো সতীর্থদের দেখে অনেকে আবেগাপ্লুত হন এবং কোলাকুলিতে মেতে উঠেন। শুরুতে সকাল সাড়ে নয়টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। এরপর বাদ্যের তালে তালে এক মোটর শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুরের ভোজ শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে বিদ্যালয় মাঠে খেলোয়াড় জীবনের পুরোনো স্মৃতিচারন করে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক যুগ্ম সচিব মলয় কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, বীরমুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, সাবেক ফুটবলার মন্টু প্রমুখ।
সঞ্চালনা করেন বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মইন উদ্দিন মো: আলমগীর ওরফে শামীম সরকার।
সাম্প্রতিক মন্তব্য