logo
news image

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার  (১৭ মার্চ) সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে । সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ তাদের সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান।
পরে সেখানে দোয়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়িদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়,  ওসি  সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য