logo
news image

আরেকটি জাহাজে রূপপুর পারমাণবিকের যন্ত্রপাতি পৌঁছেছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রুশ যন্ত্রপাতি  নিয়ে আরো একটি জাহাজ স¤প্রতি মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে। ‘এমভি অ
পরাজিতা’ জাহাজটি প্রায় বারশো টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে।  রূপপুর পারমাণবিক নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান রসাটম বৃহস্পতিবার ( ১৬ মার্চ) রাতে রুশ যন্ত্রপাতি পৌঁছানোর খবর জানিয়েছে।

চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এই চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছবে। উল্লেখ্য, গত ফেব্রæয়ারী মাসে দুটি জাহাজ ২,৭০০ টনের অধিক যন্ত্রপাতি মংলা বন্দরে ডেলিভারি করে।

এএসই ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরি বলেন, এ সকল জন্রপাতিসহ অন্যান্য মালামাল পৌছার কারণে উন্মুক্ত অবস্থায়   প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফাশিং-এর জন্য প্রয়োজনীয় প্রস্ততি স¤পন্ন করা সম্ভব হবে।

 রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়ার্ট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

সাম্প্রতিক মন্তব্য