logo
news image

শাবি সমাজকর্ম বিভাগের প্রধান আমিনা পারভীন

নিজস্ব প্রতিবেদক।।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক আমিনা পারভীন।
রোববার (১২ মার্চ ২০২৩) শিক্ষার্থীদের ‘মাদার অব সোস্যাল ওয়ার্ক’ উপাধিতে ভূষিত এই শ্রদ্ধাভাজন শিক্ষক বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং ট্রেজারার ড. আনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. তুলসী কুমার দাশ, অধ্যাপক ড. এ কে এম মাহবুবুজ্জামান, ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদ, সদস্য বিদায়ী প্রধান অধ্যপক ড. মো. ইসমাইল হোসেন, বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, তাহমিনা ইসলাম, আব্দুল জলিল, ড. মো. আলী ওয়াক্কাস, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, ফখরুল আলম, সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য প্রমুখ।
আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি নিয়োগ পান। এবার প্রথম নারী বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন। তিনি ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর এই বিভাগে যোগদান করেন।
অধ্যাপক আমিনা পারভীন বলেন, দীর্ঘ ২৭ বছর কর্মজীবনে সমাজকর্ম বিভাগ নিজের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। তিনি প্রাণপ্রিয় সমাজকর্ম বিভাগকে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় অনন্য মাত্রায় নিয়ে যেতে চান। সেশনজট, মাদকের ভয়াবহতা, র‌্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের মানউন্নয়নে সচেষ্ট থাকবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top