logo
news image

জামাত-বিএনপি আর জিন্দাবাদ বলতে পারবেনা-এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক:
লালপুর-বাগাতিপাড়ার জনপদে জামাত-বিএনপি আর জিন্দাবাদ বলতে পারেনা, আগামীতেও পারবেনা। শনিবার বিকালে নাটোরের বাগাতিপাড়ায় দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এ কথা বলেন।
তিনি বলেন, লালপুর-বাগাতিপাড়ার মানুষ আজ শান্তিতে রয়েছে। এই জনপদ এখন বিএনপির ঘাঁটি নয়, এই জনপদ মুক্তিযুদ্ধের চেতনার ঘাঁটি। এই জনপদে জামাত-বিএনপি আর নেতৃত্ব দিবে না। এইখানে আওয়ামীলীগই নেতৃত্ব দিবে। তিনি  আরো বলেন, আসুন, সবাই ঐক্যবদ্ধ হই। দেশবিরোধী কোন অশুভ চক্র কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, আর যেন কোন জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করতে না পারে; গণতন্ত্র বিনাশী শক্তিরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী সকল অশুভ শক্তিকে প্রতিহত করে অপরাজনীতির মুল উৎপাটন করি।

এদিকে বক্তব্যের শুরুতে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে দেশে ফিরে আসায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেউ কেউ ভেবেছিল আমি বোধ হয় বিদেশে একেবারে চলে গেছি। কিন্তু তারা জানেনা আমি এই জনপদের মানুষকে ভালোবাসি। অনলাইনের মাধ্যমে প্রতিদিন লালপুর-বাগাতিপাড়ার মানুষের খোঁজ খবর রেখেছি। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি এসময় বলেন, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে বুকে টানতে হয়, সেই শিক্ষা নিয়ে পারিবারিকভাবে বড় হয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমার জীবদ্দশায় লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংসদ সদস্য হওয়ার পরও আমি টিনের চালার নিচে বসবাস করি। আমি অর্থ বৈভবের মালিক হতে চাইনি। আমি এই জনপদের মানুষের সেবা করতে চেয়েছি। সেই কাজটিই করে যেতে চাই।

বাগাতিপাড়ার পেড়বাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই শান্তি সমাবেশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি ইউনূস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াহাব, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহমুদুল হক মুকুল প্রমুখসহ লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক মন্তব্য

Top