logo
news image

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাঁজাসহ মো. আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (৮ মার্চ ২০২৩) রাত সাড়ে ৮টার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বড়াইগ্রামের ভবানীপুর মোল্লাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি চাকুরির আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুকনো গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য