logo
news image

বিশ্ব নারী দিবস

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ মার্চ ২০২৩) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের মিলাতয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. আরজু খাতুন, তথ্য সেবা কর্মকর্তা সুকরানা আফসারী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top