গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) রাতে উপজেলার ওয়ালিয়া বউবাজার থেকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওয়ালিয়া বাজারপাড়ার মৃত ডা. আবুল কালাম আজাদের ছেলে হাফিজুর রহমান (৩৯) ও ওয়ালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯)।
ওয়ালিয়া ফাঁড়ির আইসি আব্দুর রহিম বলেন, মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে ফার্মেসি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুকনো গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য