৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, সহকারী পুলিশ সুপার (প্রশিক্ষণ) হুমায়ুন কবির, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক কাজি আছিয়া জয়নুল বেনুসহ বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক প্রমুখ।
অনুষ্ঠানে ৭ই মার্চের ভাষন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
সাম্প্রতিক মন্তব্য