বর্ণাঢ্য আয়োজনে দাশুড়িয়া কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
শ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্ণাঢ্য আয়োজেনে ঈশ্বরদীর দাশড়িয়া ডিগ্রী
কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকালে মশাল প্রজ্জ্বলন
করে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন ভাইস
চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। স্বাগত বক্তব্য রাখেন
অধ্যক্ষ শহীদুল ইসলাম।
দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান বকুল সরদার,
গভর্ণিং বডির সদস্য ইব্রাহিম হোসেন, হাসান মাহবুবুল আলম, আব্দুল হামিদ
জিন্নাহ, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিঠু, মুলাডুলি কলেজের অধ্যক্ষ
এনামুল হক পাঠান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, এয়ারপোর্ট
একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল ইসলাম রকি, শামসুল আলম বাদশাসহ এলাকার
গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, সকল শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এসময়
উপস্থিত ছিলেন।
বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গভর্নিং
বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আবুল
কালাম আজাদ মিন্টু।
সাম্প্রতিক মন্তব্য