শিক্ষাগুরুদের সাথে অন্যরকম মুহুর্ত
ইমাম হাসান মুক্তি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদ পরিবারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ ২০২৩) নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে আনন্দঘন পারিবারিক মিলন মেলার আয়োজন করা হয়।
প্রথম শিক্ষক-প্রথম ছাত্র হৃদ্যতাপূর্ণ সম্পর্কের বন্ধন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক জনাব মো. ফখরুল ইসলাম স্যারের প্রথম ছাত্রত্বের সৌভাগ্য অর্জন করতে পেরে ধন্য। বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। ডিন অফিসের পিকনিকে তাঁর সাথে ছিলেন বর্তমান ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ইলিয়াস হোসেন; সাবেক উপাচার্য, সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন; সাবেক ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনসার উদ্দিন; সাবেক ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাদেকুল ইসলাম এবং সাবেক ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফয়জার রহমান।
সাম্প্রতিক মন্তব্য