logo
news image

বাগাতিপাড়ায় মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় হাফেজিয়া কওমি মাদরাসা ও এতিমখানার ভিত্তির প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চিথলিয়া, গফুরাবাদ, প্রতাবপুর ও মালিগাছা গ্রামের উদ্যোগে গফুরাবাদ এলাকায় এই মাদরাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস।

এর আগে যোহর নামাজ শেষে গফুরাবাদ জামে মসজিদে এ উপলক্ষে এক সভায় প্রধান বক্তা ছিলেন নাটোরের আলাইপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা মো. মফিজুর রহমান।

উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া প্রেস ক্লাবের সভাপতি আল আফতাব খান সুইট, যুগান্তরের সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম, প্রধান শিক্ষক আবু সায়েম, অবসরপ্রাপ্ত শিক্ষক  সামসুল ইসলাম, ব্যবসায়ী নিজাম উদ্দিন, মাদরাসার সভাপতি হাসান মাহমুদ, সম্পাদক সাদেক আলী, মুহতামিম হাফেজ মওলানা আব্দুর রহমান, মাহবুবুর রহমান মাহতাবী প্রমুখ। 

সাম্প্রতিক মন্তব্য

Top