শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রী আহত
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ক্লাসে পড়া না পারায় দশম শ্রেণির (১৬) এক ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম রাব্বানির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) উপজেলার রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত ছাত্রীর পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ক্লাসে পড়া না পারায় সহকারি শিক্ষক গোলাম রাব্বানী শিক্ষার্থীদের বেত দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় স্পর্শকাতর স্থানে শারীরিকভাবে নির্যাতনে ওই ছাত্রী বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন রক্ত দেখে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ দিকে ঘটনার বিষয়ে ওই ছাত্রীর বড় ভাই কি কারনে মারা হয়েছে তা অফিসে গিয়ে জানতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। শিক্ষক গোলাম রব্বানীকে মারধর ও লাঞ্ছিত এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. সুরুজ্জামান শামীম বলেন, বেতের আঘাতে ওই ছাত্রীর শরীরে ক্ষত হয়েছে। হাসপাতালে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেত্রাঘাতের কথা স্বীকার করে ওই স্কুলের সহকারি শিক্ষক গোলাম রাব্বানি বলেন, ছেলে-মেয়েদেরকে মানুষ করতে চেয়েছিলেন। সেজন্য পড়া না পারায় একটু শাসন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, ওই সময় তিনি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানদের মাসিক সমন্বয় সভায় ছিলেন। বিষয়টি জানার পর শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সিদ্দিক বলেন, বিষয়টি সমাধানের জন্য কমিটির সদস্য ও স্থানীয়দের নিয়ে জরুরি সভায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা বলেন, ঘটনাটি জানার পর এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সভা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য