logo
news image

বাগাতিপাড়ায় জাল নোট প্রতিরোধে ব্যাংকের উদ্যোগে ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বাগাতিপাড়ায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর আয়োজনে ও  সোনালী ব্যাংকের বাগাতিপাড়া শাখার সহযোগিতায় এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে প্রজেক্টরের মাধ্যমে জাল নোট চেনার উপায়, জাল নোটের আইনি বিষয়সহ জালনোট প্রতিরোধে নানা বিষয় তুলে ধরা হয়। 

সোনালী ব্যাংকের বাগাতিপাড়া শাখার ব্যবস্থাপক শফিউল আলম মিশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন, সহকারী পরিচালক শাহীনুর আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমূখ।

অনুষ্ঠিত ওয়ার্কশপে ব্যাংকের গ্রাহকদের মধ্যে শিক্ষক, কৃষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষরা অংশ নেন।

সাম্প্রতিক মন্তব্য