logo
news image

সৌদি প্রবাসীর ইমো হ্যাকিং চক্রের ৫ জন গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
বিপদের কথা বলে সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার (১ মার্চ ২০২৩) রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার  চংধুপইল (আব্দুলপুর) গ্রামের মৃত মহসীন আলীর ছেলে মো. রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোমিনপুর (উত্তরপাড়া) গ্রামের মো. মিল্টন আলীর মো. হাসিবুল হাসান শান্ত (২৪), মোহরকয়া (পূর্বপাড়া) গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে মো. শামীম হোসেন (২২) ও মোঃ মনিরুল ইসলামের ছেলে মো. শুভ আলী (২১) এবং রাজশাহী বাঘার চক নারায়নপুর (সড়ক ঘাট) গ্রামের মোঃ কালাম উদ্দিনের ছেলে মোঃ হৃদয় আলী (২১)।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, ঢাকার সবুজবাগ থানার উত্তর বাসাবোর মুহাম্মদ নুরুল ইসলামের ছেলে প্রতারণার স্বীকার ভূক্তভোগী আব্দুল মালেকের (৩৭) অভিযোগের প্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১ মার্চ ২০২৩) রাতে তিনিসহ কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম নেতৃত্বে নাটোরের লালপুরে অভিযান চালানো হয়। উপজেলা বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ৭টি মোবাইল সেট, সিমকার্ড, প্রতারণা মূলক নগদ ৯ হাজার ৬৮০ টাকা ও একটি মোটরসাইকেলসহ ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে তাদের পরিচিত জনদের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেন বলে জানান।
গ্রেপ্তারকৃতরা বলেন, কয়েক ধাপে টার্গেট ব্যক্তির ইমো হ্যাক করেন থাকেন। প্রথমে ফেসবুকে মেয়ে সেজে বন্ধুত্ব করেন। অল্প সময়ের মধ্যে প্রেমের প্রস্তাব দেন। ইমোতে ভিডিও কলের প্রলোভন দেখিয়ে নম্বর সংগ্রহ করেন। টার্গেট ব্যক্তির ইমো নম্বর ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলেন। পরের ধাপে কৌশলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি হাতিয়ে নেন। অ্যাকাউন্ট আয়ত্তে আসার পরই পাসওয়ার্ড পরিবর্তন করেন। এরপর আত্মীয়স্বজনকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেন।
অভিযোগকারী আব্দুল মালেক (৩৭) বলেন, তাঁর বোনের স্বামী চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শেখদী গ্রামের মৃত সালামত শেখের ছেলে মো. জাকির হোসেন (৪৫) একজন সৌদি প্রবাসী। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তাঁর বোনের ইমো আইডিতে স্বামী মো. জাকির হোসেন ইমো আইডি হতে মেসেজ আসে যে তিনি সৌদি আবরে বিপদে আছেন তার নগদ অর্থের প্রয়োজন বলে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেন। ওই মেসেজের প্রেক্ষিতে সরল বিশ্বাসে প্রেরিত বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে বুঝতে পারেন সংঘবদ্ধ প্রতারক চক্র তাঁর স্বামীর ইমো একাউন্ট হ্যাক করে প্রেরিত বিকাশ নম্বরগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে অভিযোগ করলে ইমো হ্যাকিং চক্রের ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় আব্দুল মালেক বাদি হয়ে লালপুর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য