logo
news image

শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধার যোগদান

লালপুর (নাটোর) প্রতিনিধি
ক্রীড়া ও নাট্য ব্যক্তিত্ব মো. ওয়াজেদ আলী মৃধা ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
মো. ওয়াজেদ আলী মৃধা ১৯৬৯ সালের ১৭ জুলাই নাটোর সদরের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ইদ্রিস আলী মৃধা ও মাতা শুক্কুরী বেগম। স্ত্রী নাসিমা আক্তার। তিনি হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, হয়বতপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নওগাঁর মহাদেবপুর, নিয়ামতপুর, পত্নীতলা ও পোরশা, সিরাজগঞ্জের তারাশ, জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের নবাবগঞ্জে দায়িত্ব পালন করেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারেক্ট ক্লাব অব ঢাবির সাধারণ সম্পাদক, ঢাবি পদাতিকের সদস্য, নাট্য সংগঠন ‘সড়ক’-এর যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। রোটারেক্ট ক্লাব অব ঢাবির পক্ষ থেকে ১৫ দিনের ভারত সফরে অংশগ্রহণ করেন।  তিনি ঢাকার মহিলা সমিতি মঞ্চ ছাড়াও জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মঞ্চ নাটক করেন। ১৯৮৯ সালে তিনি টিভি ধারাবাহিক ‘ভগ্নাংশ’ নাটকে অভিনয় করেন।
তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে কৃতীত্বে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ে সম্মাননা অর্জন করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top