logo
news image

ছাত্রীদের উত্যক্ত করায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩ ছাত্র আহত হয়েছেন। আরও কয়েকজন ছাত্রী আতংকিত হয়েছে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১০ টার দিকে গৌরিপুর স্কুল এন্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্ক অভিমুখী পিকনিক বাসের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার নুরুল্লাহপুর গ্রামের আসলামের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহের হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজের সামনে গ্রীণভ্যালী পার্কগামী পিকনিকের বাস থামিয়ে ঝিনাইদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা খালি গায়ে নাচানাচি করছিল। এ সময় ছাত্রীদের উত্যক্ত করায় গৌরিপুর কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পর যাত্রীসহ পিকনিকের বাসটি গৌরীপুর স্কুল এন্ড কলেজের ছাত্ররা আটক করে রাখে। দুই পক্ষের সমঝোতায় সমস্যার সমাধান করা হয়।
গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ বসে তা সমাধান করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বসে তা সমাধান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top