সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে বাবুল আকতার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবুল আকতার তার আপন ভাই আব্দুস সামাদের গাছে উঠে সুপারি চুরি করতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে গুরুতর জখম হন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, গাছ থেকে পড়ে আঘাতে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য